গোলাপগঞ্জের যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বণিক সমিতির আবেদন

গোলাপগঞ্জ বাজারের যানজট নিরসন, অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির পক্ষ থেকে লিখিত ভাবে আবেদন দেয়া হয়েছে উপজেলা প্রশাসন, পৌর মেয়র ও পুলিশ প্রশাসন বরাবরে। গত বুধবার গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি আলেকুজ্জামান আলেক, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ সাংবাদিক মাহবুবুর রহমান চৌধুরী, সদস্য দেলওয়ার হোসেন মাহমুদ, মুহিবুর রহমান মুহিব, বিশিষ্ট ব্যবসায়ী ইশতিয়াক আহমদ সুমন, সালাহ উদ্দিন মুন্না সহ ব্যবসায়ী প্রতিনিধি দল এ আবেদন পত্র প্রদান করেন। উল্লেখ্য যে গোলাপগঞ্জ বাজারে যত্রতত্র যানবাহন রেখে যানজট সৃষ্টি, অবৈধ ভাবে দোকান পাট নির্মান করায় ক্রেতা বিক্রেতারা প্রতিদিন নানা সমস্যার সম্মুখিন হচ্ছেন। এ বিষয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী, আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক শিক্ষার্থী ও সর্বস্থরের জনগণের অভিযোগের প্রেক্ষিতে বণিক সমিতির পক্ষ থেকে জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবরে লিখিত আবেদন দেয়া হয়। আগামী মাসের শুরুতেই এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে বলে বণিক সমিতি নের্তৃবৃন্দকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ^স্থ করেছেন বলে জানাযায়।