ঈশ্বরদীবাসীকে লবণের মূল্যবৃদ্ধির গুজবে কান না দিতে প্রশাসনের মাইকিং

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ লবনের দাম বৃদ্ধি সংক্রান্ত গুজব প্রতিরোধে ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঈশ্বরদীর নতুন হাট ও দাশুড়িয়া বাজারসহ বিভিন্ন বাজারে ব্যাপক অভিযান চালানো হয়েছে। বুধবার দিনব্যাপি উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ও সহকারী কমিশনার মমতাজ মহল এসব পৃথক অভিযানের নেতৃত্ব দেন। অভিযান চলাকালে কোথাও বেশী দামে লবন বিক্রি বা লবন সংকটের কোন প্রকার তথ্য পাওয়া যায়নি। তবে অভিযান চলাকালে ফ্রিজিং করা মাংস বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় বিক্রেতা রহমানের ৫ হাজার টাকা ও নামবিহীন ফ্যাক্টরীতে বেকারী পণ্য উৎপাদন করে বাজারজাত করায় আকালের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করার জন্য ভোক্তা অধিকার বাস্তবায়ন আইনে তাদের এসব জরিমানা মরা হয়েছে।

এদিকে সোমবার লবনের দাম বৃদ্ধি ও সংকট সংক্রান্ত মিথ্যা গুজব ছড়ানোর পর ঈশ্বরদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমগ্র ঈশ্বরদীতে ব্যাপকহারে গুজবে কান না দেওয়ার জন্য মাইকিং করানো হয়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ঈশ্বরদী বাজার, শহরের গুরুত্বপূণ মোড় ও হাটবাজারে এসব মাইকিং শোনা যায় । মাইকিংয়ে জানানো হয়, দেশে যথেষ্ট পরিমাণে লবণ মজুদ রয়েছে। লবণের কোন ঘাটতি নেই। গুজব ছড়িয়ে কোন দোকানদার যদি বেশি দামে লবণ বিক্রি করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সাধারণ মানুষকে বেশি দামে লবণ না কেনার অনুরোধও জানানো হয় মাইকিংয়ে। উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান লবন বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, যদি কেউ বেশি দামে লবণ বিক্রি করে তাহলে উপজেলা প্রশাসনকে অবহিত করুন। তার বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।