পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেছেন, যার টাকা আছে সে নদীর পাড় দখল করে বাড়ি তৈরি করেছেন আর যার টাকা নেই বাড়ির ময়লা নিয়ে নদীতে ফেলছেন। আমাদের এই মনমানুষিকতা থেকে বেড়িয়ে আসতে হবে। নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে অনেক আগেই পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদী প্রবাহমান হতো। নদীর উৎস মুখের একটু কাজ করার ফলে এবছর ইছামতি নদীতে পানি প্রবাহমান হয়েছে। এতে নদীর দীর্ঘ বছরের ময়লা আবর্জনা ধুয়ে মুছে গেছে।
বুধবার (২০ নভেম্বর) বেলা ১১ টায় জেলা প্রশাসক পাবনার সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ( বেলা) এর আয়োজনে এবং সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো- অপারেশন এজেন্সী ( সিডা) এর সহযোগিতায় অনুষ্ঠিত “ ইছামতি নদী রক্ষায় করণীয় ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিঁনি উপরোক্ত কথাগুলো বলেন। তিঁনি আরও বলেন, এবার সত্যি সত্যিই নদীর খনন কাজ হবে। নদী আবার প্রবাহমান হবে। পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ পাবনার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান এবং পাউবো পাবনার তত্ত¡াবধায়ক প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলা রাজশাহী কার্যালয়ের সমন্বয়কারী তন্ময় কুমার সান্যাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোঃ মোখলেছুর রহমান এবং পাউবো‘র পাবনার নির্বাহী প্রকৌশলী কে এম জহুরুল হক। উন্মুক্ত আলোচনায় অংশ নেন পাবনা পৌরসভার সংরক্ষিত আসন-৩ এর মহিলা কাউন্সিলর তমা ইসলাম পু®প, মাহাতাব বিশ্বাস গ্রীণ সিটির চেয়ারম্যান অধ্যক্ষ(অবঃ) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, বীরমুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টু, বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম রেজা, চাঁপা বিবি ওয়াকফ্ এস্টেটের জামে মসজিদের মোত্তওয়ালী আলহাজ্ব আবুল হোসেন খান মোহন, ট্রাক মালিক গ্র“পের সভাপতি আলহাজ্ব সামসুর রহমান মানিক, ক্যাপ্টেন ( অবঃ) সরোয়ার জাহান ফয়েজ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, পাবনা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, জেলা যৌনহয়রানী নির্মূলকরণ নেটওয়ার্ক পাবনার আহŸায়ক প্রধান শিক্ষক হাসিনা আক্তার রোজী, কৃষিবিদ জাফর সাদেক, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব পাবনা জেলা শাখার কার্যকরী সদস্য এডঃ কামরুন্নাহার জলি, সাহিত্য ও বিতর্ক ক্লাব সভাপতি ড. মনছুর আলম, সূচনা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পূর্ণিমা ইসলাম, ওয়াইডাব্লিউসিএ সেক্রেটারী হেনা গোস্বামী, এমবিএ ফোরাম পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি আলহাজ্ব আমিনুর রহমান, কবি কামরুন্নাহার শিল্পী প্রমুখ। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহেদ পারভেজ, পাউবো বেড়ার নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ, পাউবো পাবনার সহকারী পরিচালক মোশাররফ হোসেন, পাইওনিয়ার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবি জেবুন্নেছা ববিন, শহিদ আহমেদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ হেলেনা খাতুন, বার্তা সংস্থা আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, ডেইলী স্টার জেলা প্রতিনিধি তপু আহম্মেদ, মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম রিজু, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি শফিক আল কামাল, চ্যানেল আই এর ক্যামেরা পারর্সন মাসুদ রানা, লারনার্স অর্গানাজেশনের নির্বাহী পরিচালক জাহানারা বেগম বিজলী, সূচীতার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, এনজিও কর্মী আলেয়া পারভীন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মাওঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী।