অবৈধ সভাপতি করে সরকারী টাকা উত্তোলন করলেন প্রধান শিক্ষক

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অবৈধ কমিটির সভাপতির মাধ্যমে সোনালী ব্যাংক থেকে স্কুলের সরকারী অর্থ উত্তোলন করার অভিযোগ ওঠেছে। কমিটি গঠন নিয়ে দীর্ঘদিন ধরে আদালতে একাধিক মামলা থাকার স্বত্ত্বেও আগের সভাপতিকে বহাল দেখিয়ে বিদ্যালয় উন্নয়নের ৯০ হাজার টাকা উত্তেলন করেন আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোবধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়জার রহমান। যার হিসাব নম্বর -৩৪০২৮৩৩৫,সোনালী ব্যাংক আদিতমারী শাখা। গত বুধবার সোনালী ব্যাংক আদিতমারী শাখা থেকে প্রধান শিক্ষক ফয়জার রহমান ও কথিত সভাপতি মোস্তাফিজার রহমানের যৌথ স্বাক্ষরে এ টাকা উত্তোলন করা হয়। আর টাকা উত্তোলনের বিষয়টি অকপটে স্বীকারও করেন প্রধান শিক্ষক ফয়জার রহমান। তবে আদিতমারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এন এম শরীফুল ইসলাম বলেন, যে কমিটির বিরুদ্ধে একাধিক অভিযোগ ও আদালতে মামলা রয়েছে। যার মামলা নং-অন্য ৫৭/১৮ তারিখ ১৯/৭/২০১৮ইং লালমনিরহাট সহকারী জজ আদালত। সে কমিটি কখনও বৈধ নহে। তারা ব্যাংক থেকে স্টেটমেন্ট নেয়ার পর কাজ না করে কোন ক্ষমতাবলে প্রধান শিক্ষক সরকারী টাকা উত্তোলন করলেন তার ব্যাখা চাওয়া