বীরগঞ্জে লোকবল সংকটের করণে স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্চে লাখ লাখ মানুষ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স‚ত্রে জানা গেছে, উপজেলার ১১টি ইউনিয়নে ও একটি পৌরসভার সাড়ে ৩ লক্ষাধিক মানুষ চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর নির্ভরশীল। ২০১৬ সালে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যা থেকে ৫০ বিশিষ্ট শয্যায় উন্নীত করা হয়।
আবাসিক মেডিকেল অফিসারসহ পাঁচজন জুনিয়র কনসালট্যান্টের মধ্যে গাইনি ও অবস, মেডিসিন, সার্জারি ও অ্যানেসথেসিয়া কনসালট্যান্টের পদশুন্য আছে। দীর্ঘদিন ধরে ডেন্টাল সার্জন ও মেডিক্যাল টেকনোলোজিষ্ট (ডেন্টাল) পদ দুটি শুন্য রয়েছে। এখনো ডেলিভারিসহ মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে চারজন মিডওয়াইফের মধ্যে তিনজন নিয়মিত কাজ করছেন। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আল্টাসনোগ্রাম করতে হচ্ছে রোগীদের।
বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সর ক্যাশিয়ার, পরিসংখ্যান, কার্মাসিষ্ট ও ষ্টোরকিপারের পদ শুন্য রয়েছে। সিনিয়র স্টাফ নার্সের ৬টি পদ শুন্য রয়েছে। নিরাপত্তা প্রহরী দুটি পদের মধ্যে ১জন ও ৫জন পরি”ছন্নতাকর্মীর মধ্যে ২জন কর্মরত আছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকণ্পনা অফিঠসার ডা. জাহাঙ্গীর কবির জানান, ‘জনবল নিয়োগের জন্য ঊধর্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে তবে ‘জনবল সংকটের সমস্যা সমাধানে হাসপাতালে রোভার স্কাউট ও গার্ল ইন রোভার তারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনদিন রোগীর সংখ্যা বাড়ার কারণে প্রয়োজনীয় ঔষধ সংকটে পড়েছেন হাসপাতাল কতৃপক্খ।