‘জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল হবে। বনায়নে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে তাই পরিবশে ও বন বিভাগ নিয়ন্তর ভাবে কর্মকান্ড পরিচালনা করছে। আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে দেশে ১ কোটি বৃক্ষ রোপন করা হবে।’ শুক্রবার দুপুরে ঈশ্বরদীর দাশুড়িয়াতে এম এম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দান কালে পরিবেশ, বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী হাবিবুন নাহার একথা বলেছেন। ঈশ্বরদী উপজেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত ‘বৃক্ষরোপন কর্মসূচী’র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বন অঞ্চল বগুড়ার বন-সংরক্ষক ড. জগলুল হোসেন, পাবনা অতিরিক্ত পুলিশ সুপার শামমিা আক্তার, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহল।
আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে ১ হাজার ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।