কৃষি বিভাগ নওগাঁ জেলায় মোট ২৬ হাজার ৬শ ২৫ হেক্টর জমিতে গম আবাদের লক্ষমাত্রা নির্ধারন করেছে। জেলার ১১টি উপজেলায় বিশেষ করে বরেন্দ্র অধ্যুষিত উপজেলাগুলোতে কৃষকদের গম চাষে বেশী উৎসাহিত করা হচ্ছে।
কারন হিসেবে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ সিরাজুল ইসলাম জানিয়েছেন নওগাঁ জেলার বরেন্দ্র অধ্যুষিত উপজেলা গুলোতে যেহেতু পানি সেচ সংকট রয়েছে সেই কারনে পানি সেচের প্রয়োজনীয়তা কম হওয়ায় এসব অঞ্চলে গম চাষে উৎসাহিত করা হচ্ছে।
কৃষি সম্প্রসারন অধিদপ্তরের হিসেব অনুযায়ী চলতি রবি মওসুৃমে জেলার ১১টি উপজেলায় উপজেলা ওয়ারী গম চাষের ধার্যকৃত লক্ষ্যমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ৭শ ৯০ হেক্টর, রানীনগর উপজেলায় ৭শ ৬৫ হেক্টর, আত্রাই উপজেলায় ৩শ ৭০ হেক্টর, বদলগাছি উপজেলায় ৮শ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৪শ ৫৫ হেক্টর, পতœীতলা উপজেলায় ১ হাজার ৯শ ২০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ১ হাজার ৭শ হেক্টর, সাপাহার উপজেলায় ৮ হাজার ৩শ ৩৫ হেক্টর, পোরশা উপজেলায় ৪ হাজার ৫শ হেক্টর, মান্দা উপজেলায় ২ হাজার ৬শ ৯০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪ হাজার ৩শ হেক্টর।
লক্ষ্যমাত্রা ধার্যকৃত জমিতে মোট ৮৯ হাজার ১শ ৯৫ মেট্রিক টন গম উৎপাদিত হবে বলে কৃষি বিভাগের প্রত্যাশা। এর মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৬শ ৪৫ মেট্রিক টন, রানীনগ উপজেলায় ২ হাজার ৫শ ৬৫ মেট্রিকটন, আত্রাই উপজেলায় ১ হাজার ২শ ৪০ মেট্রিক টন, বদলগাছি উপজেলায় ২ হাজার ৬শ ৮০ মেট্রিক টন, মহাদেবপুর উপজেলায় ১ হাজার ৫শ ২৫ মেট্রিক টন, পতœীতলা উপজেলায় ৬ হাজার ৪শ ৩০ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ৫ হাজার ৬শ ৯৫ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ২৭ হাজার ৯শ ২৫ মেট্রিক টন, পোরশা উপজেলায় ১৫ হাজার ৭৫ মেট্রিক টন, মান্দা উপজেলায় ৯ হাজার ১০ মেট্রিক টন এবং নিয়ামতপুর উপজেলায় ১৪ হাজার ৪শ ৫ মেট্রিক টন গম উৎপাদিত হবে জানিয়েছে কৃষি বিভাগ।