খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার মত বিনোদনও মানুষের অন্যতম মৌলিক চাহিদা। সময় করে মানুষ পরিবার পরিজন নিয়ে দু দন্ড ঘুরে বেরাবে, আনন্দ করবে শিশুরা পাবে নির্মল বিনোদন এই আশায় পাবনা বাসীর দীর্ঘ দিনের প্রানের দাবী ছিল একটি বিনোদন পার্কের। বেসরকারি উদ্যোগে দেশে বৃহত্তর ও আধুনিক একটি বিনোদন পাক গড়ে উঠতে যাচ্ছে পাবনায়। পাবনা শহরের পাশে বলরামপুরে নির্মিত হচ্ছে দেশের আধুনিক রানা ইকো বিনোদন পাক ও পিকনিক স্পট। রানা ইকো বিনোদন পার্ক ও পিকনিক স্পটের কাজ চলছে দ্রæতগতিতে। রানা গ্রæপের চেয়ারম্যা রুহুল আমিন বিশ্বাস রানা, জানায় আমার দীঘ দিনের ইচ্ছা ছিলো পাবনায় একটি আধুনিক মানের বিবোদন পাক গড়ে তোলার। যেখানে ঘুরতে এসে মানুষ একটু বিনোদন পাবে পরিবার পরিজন নিয়ে শিশুরা আনন্দে মেতে উঠবে। শহরের ব্যস্ততা ভুলে এখানে এসে মানুষ পাবে ছায়ানিবির একটু নিরিবিলি পরিবেশ নির্মল হৃদয় জোড়ানো বাতাস। শিশুদের জন্য থাকবে আনন্দের সব রাইড। আশা করছি এটি হবে অত্যাধুনিক একটি বিনোদন পার্ক ও দেশের অন্যতম পিকনিক স্পট। রানা ইকো বিনোদন পাক ও পিকনিক স্পট হবে দেশের বৃহৎ ও অত্যাধুনিক একটি বিনোদন ও পিকনিক স্পট যেখানে দূর দূরান্ত থেকে মানুষ বেড়াতে আসবে। এখনে মানুষ পরিপুর্ণ বিনোদন পাবে বলো আমরা আশা করি। নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। অল্প সময়ের মধ্যেই পার্কটি বিনোদন প্রিয় পাবনা বাসীর জন্য উদ্বোধন করা হবে।
উল্লেখ্য পাবনায় কোনো বিনোদন পার্ক না থাকায় বিনোদন প্রিয় মানুষ ছুটির দিন বা বিশেষ কোনো দিনে একটু বেড়ানো জায়গা খোঁজে। পাবনা শহর থেকে থেকে দূরে পাকশী বা রেল স্টেশনে মানুষের উপচে পড়া ভীর লক্ষ করা যায়। রানা ইকো পার্ক ও পিনিক স্পট গড়ে উঠলে পাবনাবাসী একটি বিনোদনের জায়গা খুজে পাবে।