লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই উদ্বোধন

নাটোরের লালপুরে শুক্রবার (৮ নভেম্বর) সন্ধ্যায় নর্থ বেঙ্গল সুগার মিলে ২০১৯-২০ (৮৭ তম) আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
নর্থ বেঙ্গল সুগার মিলের সিবিএ সভাপতি গোলাম কাউছারের সঞ্চালনায় মিল চত্ত¡রে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদের এর সভাপত্বিতে দোয়া মাহ্ফিল ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সোনাল আবুল রফিক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইসাহক আলী । এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম রেজা, লালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, লালপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাশার ভাদু, সাইফুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহ্ফিল শেষে মিলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে চলতি আখ মাড়াই মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
নর্থ বেঙ্গল সুগার মিলের মহা ব্যবস্থাপক (কৃষি) মাজহারুল ইসলাম জানান, চলতি মাড়াই মৌসুমে নর্থ বেঙ্গল সুগার মিলে ১৮০ কর্ম দিবসে ২ লক্ষ ৯৬ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষমাত্রা নিয়ে ৮ নভেম্বর শুক্রবার ২০১৯-২০ মাড়াই মৌসুম শুরু হলো। চিনি আহরণের হার ধরা হয়েছে ৮ দশমিক ৫০ শতাংশ। এবছর ২৪ হাজার একর জমিতে আখের আবাদ রয়েছে। এ বছর বন্যায় প্রায় ৫ হাজার একর জমির আখ ক্ষতিগ্রস্থ হয়। তিনি আরো জানান, নর্থ বেঙ্গল সুগার মিল এলাকায় এ বছর প্রায় ৪০টি মাড়াই কল চলছে। অভিযান চালিয়ে ৯টি মাড়াই কল জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৮ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।