সাংবাদিকের দায়িত্ব কারো জবাবদিহিতা নেয়া নয় – প্রফেসর শফিকুর রহমান

লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজেরে অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকের দায়িত্ব কারো জবাবদিহিতা নেয়া নয়। তাদের দায়িত্ব হচ্ছে, সঠিক তথ্য সংগ্রহ করে বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করা। তিনি ৭ নভেম্বর দ্বিতীয় পর্যায়ের সাংবাদিকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, জন্ডিস সাংবাদিকতায় সমাজের অস্থিরতার সৃষ্টি করতে পারে। তাই এরুপ সাংবাদিকতা অবশ্যই পরিহার করতে হবে। তিনি সাংবাদিকদেরকে শুদ্ধ ভাষায় লেখা চর্চা করার আহবান জানান।বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে নতুন জীবন রচি –নজীর সংস্থার হলরুমে সাংবাদিকদের নিরাপত্তা,ঝুকি চিহ্নিতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজ আলম,বিশিষ্ঠ কবি সাহিত্যিক ও সমাজসেবী ফেরদৌসি বেগম বিউটি, নতুন জীবন রচি (নজির) এর নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুল হক সরকার। সভাপতিত্ব করেন, বাংলাদেশ হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরামের জেলা সভাপতি গেরিলা লিডার ড. এস.এম শফিকুল ইসলাম কানু। অনুষ্ঠান সঞ্চালন করেন, নিউজ নেটওয়ার্কের কর্মকর্তা শ্যামল রায়। এসময় ইউ এসএস এর ফেসিলিলিটের আব্দুর রউফ,হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম জেলা শাখার সাধারন সম্পাদক নিশিকান্ত রায়, সদস্য চ্যানেল ২৪ ষ্টাফ রিপোটার্স সামিউল ইসলাম মিলন পাটোয়ারী মিলনসহ আমন্ত্রিত বক্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণের শুরুতে পরিচিতি শেষে স্বাগত বক্তব্য রাখেন, নিউজ নেটওয়ার্কের প্রোগ্রামের স্পেসালিষ্ট এ্যাড. রেজাউল করিম প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যখ্যা করেন। গত ২ নভেম্বর থেকে ৬ নভেম্বর প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শেষে ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় শিফট প্রশিক্ষণ চলবে। এ্ প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার ২৫ জন সাংবাদিক উপস্থিত রয়েছেন।