চাটমোহরে শহীদ সামসুদ্দীন স্মৃতি হাডুডু প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) প্রতিনিধি ঃ
পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামে বাংলার ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে।

শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের আয়োজনে ও বেসরকারি এনজিও পিসিডি এর সহযোগিতায় ৪ নভেম্বর সোমবার বিকেলে এ হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে।

শহীদ সামসুদ্দীন স্মৃতি সংঘের সভাপতি মিজানুর রহমান রতনের সভাপতিত্বে খেলাটি উদ্বোধন করেন, পিসিডি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আলহাজ্ব মোঃ শফিকুল আলম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) নেওয়াজ মেহেদী, থানার অফিসার ইনচার্জ শেখ নাসীর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক,

এ সময় উপস্থিত ছিলেন, গুনাইগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ জোয়াদ্দার, গুনাইগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউনুস আলী। মন্ডতোষ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মামুনুর রশীদ মামুন, গুনাইগাছা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মিন্টু, সাংবাদিক জাহাঙ্গীর আলমসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
হাডুডু খেলার উদ্বোধন অনুষ্ঠানে উত্তর মেন্দা যুব সংঘ ও দহপাড়া ফাইভ স্টার একাডেমী অংশ গ্রহণ করে। এ খেলায় ৮ টি দল অংশ গ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।