বিশ্বনাথের বহুল আলোচিত ফরিদের ৬ মাসের জেল

বিশ্বনাথের বহুল আলোচিত সমালোচিত ফরিদ মিয়াকে ৬ মাসের সাজা দিয়েছেন আদালত। গত ২৪ অক্টোবর সিলেটের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রাট ৪র্থ আদাল দন্ডবিধি আইনের ৩২৩ ও ৫০৬ ধারা মোতাবেক ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় আসামি ফরিদ মিয়া পলাতক ছিলেন।মামলা সুত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ মে সন্ধা ৭ ঘটিকার সময় অলংকারি ইউনিয়নের মুনসির বাজার সংলগ্ন একটি চায়ের দোকানে বাদিনীর স্বামী মুনসির গাঁও গ্রামের মুজিবুর রহমান চৌধুরীরকে আসামি ফরিদ ও তার সহযোগীরা প্রাণ নাশের হুমকি দিয়ে লুহার রড, বাশের লাটি ও রোল দিয়ে মারপিট করে গুরুতর জখম করে। এ ঘটনায় মুজিবুর রহমানের স্ত্রী বাদি হয়ে ২০১৮ সালের ১১ মে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে। অবশেষে স্বাক্ষী প্রমানাধির পর মামলার রায় ঘোষনা করেন আদালত। আসামি ফারুক, সালিক উদ্দিন আহমদ, বারিক আহমদ, শিব্বির আহমদ ও নিজাম উদ্দিনকে খালাস প্রদার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাদিনীর আইনজীবি এ্যাডভোকেট বজলুর রহমান।ফরিদ মিয়া ২০০৬ সালের ৮ অক্টোবর ব্যাবের হাতে অস্ত্র সহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।