চাটমোহরে মাদকমুক্ত সমাজ গড়তে অনুর্ধ-১৩ শিশু-কিশোরদের ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদাতা ঃ
পাবনার চাটমোহর সরকারী আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে (ঐতিহাসিক বালুচর খেলার মাঠ) শুরু হয়েছে মাদকমুক্ত সমাজ গড়তে অনুর্ধ-১৩ শিশু-কিশোরদের ফুটবল টুর্ণামেন্ট।

শনিবার বিকেল সাড়ে তিনটায় রংধনু যুব সংঘ ও রিয়েল জিমের যৌথ আয়োজনে এ ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। এই টুর্ণামেন্টের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার। খেলা উদ্বোধন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন।

টুর্ণামেন্টের পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের ১৩ বছর বয়সী খেলোয়ারদের নিয়ে মোট ৮টি দল অংশগ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় দাঁথিয়া এন্টারপ্রাইজ ফুটবল একাদশ ২-০ গোলে কাজীপাড়া একাদশকে পরাজিত করে।
এ সময় উপস্থিত ছিলেন, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক চলনবিলের সম্পাদক রকিবুর রহমান টুকুন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আব্দুস সালাম সরকার, আব্দুল বারী (গুরু), রবিউল করিম রবি, বেলাল সরকার, রিয়েল জিমের পরিচালক তৌহিদুল ইসলাম তাইজুলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।