সুজানগরে তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধির বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

বাংলাদেশ কে উন্ননত দেশে উন্নিত করার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মায়েদের কে দিয়েছেন সমান অধিকার, আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক কমলমতি ছাত্র-ছাত্রী কে দিচ্ছেন শিক্ষা বৃত্তি, সেই টাকাও দিচ্ছেন আপনাদের হাতে, শিক্ষার ভিত্তি বা ফাউন্ডেশন বলা হয় এই প্রাথমিক বিদ্যালয় কে। এ জন্য দিয়েছে মাল্ট্রিমিটিয়া সহ বিভিন্ন শিক্ষা উপকরণ। তিনি আরো বলেন আমাদের নেত্রী ভাবেন একটি শিক্ষিত জাতি দিতে পারে একজন শিক্ষিত মা, কোনদিন চিন্তা করতেই পারি নি, আমাদের সন্তানেরা শিক্ষা বৃত্তি পাবে, সেই কাজটাও সফল করে দেখিয়েছেন মনবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। পাবনার সুজানগরে বুধবার দুপুরে পৌর এলাকার ভাবানীপুর ৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তথ্য অফিসের আয়োজনে সমৃদ্ধির বাংলাদেশ শীর্ষক প্রচার কার্যক্রমের আলোচনা সভায় ও চলচ্চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথি পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ কথা বলেন। বিশেষে অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন বলেন, মনবতার মা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নত রাষ্ট্র ও উন্নত জাতি গঠনে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ সমূহের ব্র্যান্ডিং, সরকারের অর্জিত সাফল্য ও উন্নত পরিকল্পনা, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, ভিশন ২০২১ ও ২০৪১, বাল্যবিবাহ, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক প্রতিরোধ দূর্নীতি প্রতিরোধ বিষয়ে জনগণকে অবহিত করণ ও সম্পৃক্তরণের করার লক্ষ্যে বিশেষ প্রচার এবং উদ্বুদ্ধকরণের দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথের সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার আব্দুল আওয়ালের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন জেলা সিনিয়র তথ্য অফিসার ফরহাদ হোসেন। বিশেষে অতিথির বক্তব্যদেন প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল কাউয়ুম। এসময় আরো বক্তব্যদেন ভাবানীপুর ৪০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রাজা হাসান। সুজানগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, জেলা কৃষকলীগের সহসভাপতি হাবিবুর রহমান, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা, সাইদুর রহমান সাইদ, আ.লীগ নেতা মনিরুল ইসলাম তরুন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদ, গরীবের নেতা রুহুল আমিন, পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।