আলীকদমে ভোক্তা অধিকার আইন ২০১৯ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

বান্দরবানের আলীকদমে ভোক্তা অধিকার আইন-২০১৯ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদ ইকবালের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম।
সেমিনারে বক্তারা আলীকদম উপজেলার ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন। এসময় তিনি ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারা উপধারা সম্পর্কে সকলকে অবহিত করেন এবং যেকোন মুহুর্তে যেকোন ব্যক্তি কোন বিষয়ে ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে মনে করলে সংশ্লিষ্ঠ প্রশাসনকে অবহিত করার পরামর্শ প্রদান করেন।
অন্যদিকে প্রধান অতিথি তার বক্তব্যে ভোক্তা অধিকার বিষয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধনের এবং সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগীতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলতাফ হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইস্কান্দর নুরী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আ.খ.ম সাদেক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ধুংড়ি মার্মা, আলীকদম বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ নাছির উদ্দিন ও আলীকদম প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ প্রমূখ।