নাটোরের লালপুর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের নিকটে মোটর সাইকেল ও স্যালোমেশিন চালিত ভুটভুটির মুখামুখি সংঘর্ষে মারুফ হোসেন (২৩) নামে পলীটেকনিক ইন্সটিটিউট এর একছাত্র নিহত সাইদুর রহমান (৫০) একজন আহত হয়েছে। মারুফ রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের সাদেকুল ইসলাম এর পুত্র ও সাইদুর রহমান লালপুর উপজেলার চকবাদেকুল গ্রামের কালুর ছেলে।
স্থানীয়সূত্রে জানাযায় মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে মারুফ ও সাইদুর রহমান গোপালপুর অভিমুখ থেকে লালপুরে আসার পথে লালপুর পল্লী বিদ্যুৎ অফিসের নিকটে আসলে বিপরীত দিক থেকে আসা স্যালোমেশিন চালিত ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে গুরুতর আহত হন। এসময় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে লালপুর উপেেজলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মারুফ ও সাইদুর রহমানকে নিয়ে রাজশাহী যাওয়ার পথে মারুফের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানাযায়। আহত সাইদুর রহমান বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য মারুফ হোসেন লালপুর হাসপাতাল গেট সংলগ্ন ভাঙ্গাড়ি মাল ব্যবসায়ী মারুফ ট্রেডার্স এর সত্বাধীকারী।