আমার মা

শেখ মোঃ মামুন হোসেন

বঙ্গ সুরঙ্গে লোহিত পরনে
অজ্ঞা মিলিল রথ পথ মাঝারে
অশ্রু সুখের ছায়ায় পতিত
জালের ছায়া জলের খন্ড ছড়াতে
তট মহনায় এসেছে আমার মা।

কহনে কহনে প্রতিবাদ করেছে
গর্ভ বাহিত স্বর্ণ পালনের যন্ত্রণা,
তুচ্ছ বর্ণ,স্বর্ণ খন্ড ভেবে ক্ষুদ্র
বিদেশিনীর মায়ায় তলানি রুপে
সরণে হারালি সাঁঝ রাতের গল্প কথা।

অ-ধৈর্য্য মহরে জীবন কল্যাণের প্রহরে
লোভে ছিন্ন বিনয় করিলি জানা বদ্ধ
অ-দুর পোহাষের শক্তি পালোয়ান
চক্ষু মহনে হতভিম্ব পতনে জীবননাশ,
অশ্রু জলে আঁচলের তলে হাওয়ায় উঠিল
নিস্তব্ধ ক্ঠ স্বরের অ-গলিত প্রতিবাদ
জবাবে বন্দি তট মহনায় এসেছে আমার মা।

অশ্রু ঝড়া নয়ন মিলে অনুরোধে স্বর
তোমার নিস্তব্ধতার উচ্চ প্রতিবাদে
আমার রথ চলার পথ ভার
দয়া ভিক্ষা চাই যে তোমার তোরে
ওগো আমার মা মুখ ফিরিও না।