সনাতন ধর্মাবলম্বীদের কালীপুজা উপলক্ষে সোমবার ২৮ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলীবাড়ী সীমান্তে এপার ওপার দুই বাংলার স্বজনদের হয়েছে মিলন মেলা। মা এসেছে মেয়ের সাথে দেখা করতে,ভাই এসেছে ভাইয়ের সাথে ,বাবা এসেছে ছেলের সাথে দেখা করতে। আটকাতে পারলো না বাংলাদেশ-ভারতের সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া। প্রতিবছরের ন্যায় এবারো হলো দুই বাংলার স্বজনদের মধ্যে রক্তের বাঁধনের মিলন মেলা। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) আর ভারতের বিএসএফের সহযোগিতায় একে অপরের সাথে দেখা ও কথা বলতে পারে তারা। এসময় দুই বাংলার স্বজনদের ঝড়ে চোখের পানি। আবারো দেখা মিলতে পারে এক বছর পর। হয়তো কেউ থাকবে না পৃথিবীতে বেঁচে। এমন বুকভরা বেদনা নিয়ে দেখা মিলে আজ তাদের। তাদের দেখা শেষে ভারতীয় বিএসএফ বাংলাদেশি স্বজনদের মাঝে খিচুরি বিতরণ করে। পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, প্রতিবছর ন্যায় এই দিন সীমান্তে দুই বাংলার স্বজনদের দেখা মিলে। এতে তারা অনেক আনন্দীত হন।