কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব উদযাপিত হয়েছে। রোববার রাতে কারিতাস ময়মনসিংহ অঞ্চল প্রদীপ-এমজেএফ প্রকল্পের উদ্যোগে দমদমা গ্রামে এ অনুষ্ঠান উদযাপিত হয়। এতে উপস্থিত ছিলেন ট্রাই্রবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন কলমাকান্দা শাখার চেয়ারম্যান ভূবন চাম্ভুগং, কারিতাস প্রদীপ-এমজেএফ কর্মকর্তা লেমন মানখিন, মজিবুর রহমান, ট্রাইবাল নেতা ক্ষুদিরাম হাজং, দীনদাস হাজং, মতিন্দ্র হাজং, মনোরঞ্জন হাজং ও সুদীপ্ত হাজং প্রমূখ।
এ সময় ভূবন চাম্ভুগং বলেন, দেউলী অনুষ্ঠান হাজংদের অত্যন্ত প্রিয় এবং ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। কিন্তু কালের আবর্তে তা প্রায় বিলুপ্তির পথে। দীর্ঘ দিন পর কারিতাস সংস্থার উদ্যোগে দমদমা গ্রামে এ অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে।