নির্মলেন্দু সরকার বাবুল , দুর্গাপুর ,নেত্রকোনা ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৪ অক্টোবর এবং সে ভর্তি পরীক্ষায়
দুর্গাপুরের মেয়ে ফারজানা হক শীলা অংশগ্রহন করে মেধা তালিকায় উওীর্ণ হয়।
সে ইতিপূর্বে ঢাবি, জাবি, মেডিকেলে মেধা তালিকায় উওীর্ণ হয়েছিলো। দুর্গাপুর উপজেলায় শীলাই এই প্রথম বুয়েটে চান্স পাওয়া ছাত্রী ।
ফারজানা হক শীলা দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার প্রধান শিক্ষক শামছুল হক এর দ্বিতীয় কন্যা। শীলা জীবনের প্রতিটি পরীক্ষায় গোল্ডেন জিপিএ Ñ ৫ পেয়ে উওীর্ন হয়েছে।
ফারজানা হক শীলা এই প্রতিনিধিকে বলেন, বুয়েটে চান্স পাওয়ার বিষয়টা আমার জীবনে একটি স্মরনীয় বিষয় হয়ে থাকবে। আমি যেনো একজন সফল প্রকৌশলী হয়ে দুর্গাপুর তথা দেশের সেবা করতে পারি এই দোয়াই আপনারা আমাকে করবেন ।