সুজানগর(পাবনা) প্রতিনিধিঃ
“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দশে গড়ি” এ প্রতিপাদ্য সামনে রেখে পাবনার সুজানগরে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার সকালে সুজানগর থানা ও পুলিশিং সমন্বয় কমিটির যৌথ আয়োজনে র্বণাঢ্য র্যালি শহররে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম কাম কমিনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুদ্দোজা’র সভাপতিত্বে ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হাদিউল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্যদেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্যদেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফরহাদ হোসেন, পুলিশিং সমন্বয় কমিটির আহবায়ক আব্দুল হালিম। এ সময় আরো বক্তব্যদেন ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান, আব্দুল মতিন মৃধা, জেলা পরিষদের সদস্য রেজাউল করিম রেজা, এন এ কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাজাহান আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুর সাত্তার, দফাদার আব্দুল লতিফ আকলিমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলোয়াত করেন থানা মসজিদের প্রেস ইমাম হাফেজ মাজাহারুল ইসলাম মানিক। আব্দুল জব্বার মাস্টার, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ সুবোধ কুমার নটো, কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, সুজানগর প্রেসক্লাবের সম্পাদক এম মনিরুজ্জামান,পৌর আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মেহেদী মাসুদ, দপ্তর সম্পাদক আব্দুল্লা আল মামুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম তমাল, পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ হোসেন, এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদওয়ান নয়ন উপস্থিত ছিলেন ।