আতাইকুলায় দেশী অস্ত্রসহ রাজিব নামে এক যুবক গ্রেফতার

আতাইকুলা থানার নাশকতা ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামী পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর আওয়াল কবির জয়ের ছোট ভাই রাজীবকে গ্রেফতার করেছে আতাইকুলা থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোলে নিজ বাসায় রাজিব অবস্থান করছিল এবং রাজিব পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির কিছু সদস্যদের নিয়ে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান ও তদন্ত কর্মকর্তা কামরুল সহ একদল পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর রাজিবের স্বীকারোক্তীতে তার বাড়ির পাশে খামার বাড়ির ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় দেশীয় অস্ত্র ছোরা, হকিস্টিক, শটগান ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। রাজিব অত্র এলাকার চাঁদাবাজী, সন্ত্রাসসহ বিভিন্ অপকর্ম চারিয়ে আসছিল। এবং দীর্ঘদিন যাবত তার খামার বাড়িতে পূর্ববাংলা কমিউনিষ্ট পার্টির সদস্যদের নিয়ে গোপন বৈঠক করত। জানা যায় রাজিব পাবনা, কুষ্টিয়া, সিরাজগঞ্জ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির একজন আঞ্চলিক নেতা। শনিবার অবৈধ অস্ত্র রাখার দায়ে তাকে পাবনা জেল হাজতে প্রেরন করা হয়। বিষয়টি আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিশ্চিত করে।