ওষুধ নিয়ে ভোগান্তি কমাতে যুগান্তকারী সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কুরিয়ার কোম্পানি ইউনাইটেড পার্সেল সার্ভিস (ইউপিএস)। মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিএস হেলথ কর্পোরেশনের সঙ্গে ওষুধ সরবরাহের কাজ করবে কোম্পানিটি।
সিভিএস এক বিবৃতিতে জানিয়েছে, দ্রুত ওষুধ ডেলিভারি পেলে গ্রামাঞ্চলের মানুষেরা উপকার পাবে। ইউপিএসের ড্রোনগুলো পাঁচ পাউন্ড পর্যন্ত বহন করতে পারবে। নির্দিষ্ট রুটে উড়ে বাড়িতে ওষুধের প্যাকেট পৌঁছে দেবে। এটির মাধ্যমে ৫ থেকে ১০ মিনিটের মধ্যেই রোগীকে ওষুধ পাঠানো সম্ভব হবে।
ইউপিএস জানিয়েছে, ইতোমধ্যে সরকারি প্রকল্পের আওতায় সীমিতভাবে নর্থ ক্যালিফোর্নিয়ার হাসপাতালগুলোতে ১১শ’ চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউটাহ হসপিটালেও এ সেবা চালু করা হবে।
ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে ড্রোন চালানোর ছাড়পত্রও পেয়েছে ইউপিএস। তবে তারা কবে থেকে পুরোপুরি ড্রোন দিয়ে ডেলিভারি সেবা দেবে তা জানা যায়নি।