মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-চট্র-১২২৩) এর ত্রি-বার্ষিক নির্বাচন- ২০১৯ইং এ সভাপতি পদ প্রার্থী হাজী আব্দুল গনি ( ছাতা মার্কা) পোষ্টারে নির্বাচনীয় আচরন বিধি লঙ্গনের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অপর সভাপতি পদ প্রার্থী ফজলুল আহমদ (আনারস) সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। সুত্রে জানা গেছে- সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার বাবু সঞ্জিৎ কুমার দেব নির্বাচনীয় আচরন বিধি লঙ্গনের অভিযোগ সভাপতি পদ প্রার্থী হাজী আব্দুল গনি ( ছাতা মার্কা) এর সকল পোষ্টার প্রত্যাহরের ২৪ ঘন্টার সময়ে দিলেও তিনি তা আমলে নেননি। সর্বশেষ অপর সভাপতি পদ প্রার্থী ফজলুল আহমদ (আনারস মার্কা ) বাদী হয়ে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যাব-৯, বিভাগীয় শ্রম প্রধান কর্মকর্তা, মৌলভীবাজার প্রেসক্লাব, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব, জেলার সকল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বরারবর অনুলিপিসহকারে প্রধান নির্বাচন বরাবর লিখিত অভিযোগ করেন। জানাগেছে- আগামী ২৬ অক্টোবর বাস-মিনিবাস,কোচ, মাইক্রোবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্টিত হবে। উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হাজী আব্দুল গনি (সাবেক সভাপতি) প্রচার পোষ্টারে বাস-মিনিবাস,কোচ, মাইক্রোবাস,কার ও জিপ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন লিখেছেন। কার ও জিপ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অর্ন্ত:ভূক্ত নয়। কার ও জিপ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের আওতায় নয়।