বিশ্বনাথ প্রতিনিধি :: হিন্দু ধর্মাবলম্বিদের প্রধান
ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ
সমাজসেবক, শিক্ষানুরাগী মো. জুবেল আহমদ।
তিনি
এক বার্তায় বলেছেন, এই উৎসব শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের নয়। এই উৎসব
সকলের মাঝে নিয়ে আসে ঐক্যের বন্ধন আর তাই দূর্গাপূজার এই আয়োজন এখন
সার্বজনীন।
জাতি ধর্ম,
বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি প্রীতি পূর্ণ ভালবাসাই বিশ্ব মানবতার
শান্তির প্রত্যাশা। বাংলাদেশের সংস্কৃতিতে সনাতন ধর্ম আজ একটি সার্বজনীন
রুপ পরিগ্রহ করেছে। সনাতন ধর্ম মতে অশুভ শক্তি বিনাশ এবং দেব শক্তির উন্মেশ
ঘটানোর উদ্দেশ্যেই এই পূজার আয়োজন।
এই উৎসব সকল মানুষের মধ্যে নিয়ে আসুক অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সংশ্লিষ্ট সকল এবং সকল হিন্দু জনসাধারনদের আন্তরিক অভিনন্দন জানাই।