পাবনা জেলার দূর্গাপূজা পালনে আইনশৃঙ্খলা রক্ষায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে – জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার
পাবনা জেলার ৩৪৫ টি পূজা মন্ডুপের আইনশৃঙ্খলা রক্ষায় সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার ৯ টি উপজেলার পুলিশ প্রশাসনের সকল কর্মকর্তা সতর্ক রয়েছে।

রবিবার রাতে জেলার আটঘরিয়া উপজেলার উত্তরচক কেন্দ্রীয় কালিমন্দির পরিদর্শন কালে পাবনা জেলা প্রশাসক জনাব কবির মাহমুদ উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি এসময় আরও বলেন, দেশের বিভিন্ন উপজেলার মন্দির সংস্কার করার জন্য বরাদ্দ দিবে সরকার। এই বরাদ্দের টাকার কোনপ্রকার অনিয়ম করার সুযোগ থাকবে না। এসময় বক্তব্যদেন আটঘরিয়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহিদুল ইসলাম রতন।

উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ তানভীর ইসলাম, আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জয়নাল আবেদিন, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান রানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মওলা পান্নু প্রমুখ ।