কলমাকান্দায় হিটস্ট্রোকে ৫ ফায়ার সার্ভিস সদস্য হাসপাতালে

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সাপ্তাহিক পাম দিল প্রশিক্ষণ চলাকালীন সময় হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ফায়ার সার্ভিসের ৫ সদস্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তার মধ্যে দুজন গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন। আক্রান্তরা হলেন উপজেলা ফায়ারম্যান মোহাম্মদ আল-আমিন, মো. অপু মিয়া, নূর মোহাম্মদ, কবির আহমেদ ও মোহাম্মদ হানিফ।
উপজেলা ফায়ার সার্ভিস ইনচার্জ লিডার মো. মোশারফ হোসেন জানান, রোববার সকালে সাপ্তাহিক পাম দিল প্রশিক্ষণ চলছিল। প্রশিক্ষণ চলাকালীন সময় হঠাৎ করে প্রশিক্ষণে অংশ নেয়া ১০ জন সদস্যের মধ্যে পাঁচজন অসুস্থ হয়ে পড়েন। পরে তাদেরকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
এ বিষয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আশেক উল্লাহ্ খান বলেন, অতিরিক্ত গরমের ফলে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে ফায়ার সার্ভিসের ৫ সদস্য হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজন গুরুতর অসুস্থ হওয়ায় বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।