শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন —রেজাউল রহিম লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন- শেখ হাসিনার সরকার শিক্ষা ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অধিকাংশ কলেজে এখন চারতলা ভবন, মাল্টিমিডিয়া ক্লাস রুম, নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, উন্নত কারিকুলাম, শিক্ষকদের সুযোগ সুবিধা বৃদ্ধি, শিক্ষার্থীদের বৃত্তি, সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করণ সহ ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। বর্তমান যুগে অভিভাকতদেও সচেতন থাকতে হবে। জাতির জনকের ঘনিষ্ট সহযোদ্ধা শহীদ এম মনসুর আলীর নামের কলেজের উন্নয়ন কাজে সহযোগীতা করে পাবনা জিলা পরিষদ চেয়ারম্যান হিসেবে আমি গর্ববোধ করছি। শহীদ এম মনসুর আলীর জীবন আদর্শ শিক্ষার্থীদেও অনুকরণ করতে হবে।
তিনি আরো বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে প্রসংশিত হচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়ন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেয়েছে। সারা সকল বিভাগে সমন্বিত ভাবে উন্নয়ন করে যাচ্ছে। বর্তমান সরকার জেলা পরিষদের মাধ্যমে দেশের উন্নয়নের কার্যক্রম চালাচ্ছে।
রবিবার পাবনা শহীদ এম মনসুর আলী কলেজে পাবনা জিলা পরিষদেও অর্থায়নে প্রধান ফটক স্থপনের ভিত্তি প্রস্তুও স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শহীদ এম মনসুর আলী কলেজের গভনিং বডির সভাপতি সোহেল হাসান শাহীন এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, কলেজের অধ্যক্ষ মোা. আব্দুস সামাদ খান, গভনিং বডির সদস্য শরিফুল ইসলাম পলাশ, শিক্ষক প্রতিনিধি মো. আশরাফ আলী, শিক্ষক সাইদুল ইসলাম ফকির, আকতারুজ্জামান, মাকসুদা খুশি, ইয়াসমিন সুলতানা প্রমূখ।