নওগাঁ সীমান্তে ফেন্সিডিল ও মদ উদ্ধার

সিয়াম সাহাহিয়া,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুইদিনে ১২৪ বোতল ফেন্সিডিল ০১ বোতল মদসহ একজনকে আটক করেছে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদস্যরা।

শনিবার ও রবিবার (৬ অক্টোবর) ভোররাতে ১৪ বিজিবি অধীনস্থ জেলার গান্জা খুড়ি, নদীর চর নামক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এঘটনায় মো.নাজমুল হোসেন(২৪) নামের এক মাদক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। নাজমুল হোসেন জেলার গোপালপুর গ্রামের মৃত.ইদ্রিস আলীর ছেলে।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসান জানান,শনিবার সোনাডাঙ্গা বিওপির টহল কমান্ডার মো.শামসুল আলমের নেতৃত্বে গান্জা খুড়ি নামক এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৪০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক চোরাকারবারী কে আটক করা হয় এবং রবিবার শিমুলতলী বিওপি’র টহল কমান্ডার মো.আলিয়ার হোসেন এর নেতৃত্বে নদীর চর নামক এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৮৪ বোতল ভারতীয় ফেন্সিডিল ও অরেঞ্জ গ্রীন নামক এক বোতল মদ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,আটক ব্যক্তিকে নিকটস্থ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য ব্যাটালিয়ন সিজার ষ্টোরে জমা রেখে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংস করা হবে।