আসন্ন শারদীয় দূর্গা পূজা এবং সম্প্রতি বিভিন্ন ঘটনাবলী সংক্রান্তে আইন-শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলন

এস এম আলম, ২ অক্টোবর, পাবনা: পাবনায় আসন্ন শারদীয় দূর্গা পূজা এবং সম্প্রতি বিভিন্ন ঘটনাবলী সংক্রান্তে আইন-শৃঙ্খলা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পুলিশ সুপার মিলনয়তনে বক্তব্য দেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম । এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার শামীমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ফিরোজ কবির, প্রেসক্লাব সভাপতি শিবজিত নাগ, সাধারন স¤পাদক আঁখিনুর ইসলাম রেমন সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগন। পুলিশ সুপার বলেন আগামী ০৪-০৮অক্টোবর পর্যন্ত পাবনা জেলায় মোট ৩৪৩টি পূজা মন্ডপে শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। তন্মধ্যে অধিক গুরুত্বপূর্ণ ১৫০টি, গুরুত্বপূর্ণ ৯২টি, সাধারণ ১০১টি। ৬১৭ জন পুলিশ অফিসার ও ফোর্স এবং প্রায় ২১৫৪ জন আনসার ভিডিপি পূজার সার্বিক নিরাপত্তা ডিউটিতে মোতায়েন থাকবে।
ইতিমধ্যে পূজা মন্ডপ, মার্কেট এবং ট্রাফিক ডিউটিতে স্ব স্ব থানা এলাকার অফিসার ও ফোর্স নিয়োজিত রয়েছে। শারদীয় দূর্গা পূজার সার্বিক নিরাপত্তা সংক্রান্তে আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন তথ্যাদি সংগ্রহের লক্ষ্যে এবং কর্তব্যরত পুলিশ অফিসার ও প্রত্যেক পূজা মন্ডপ কমিটির পক্ষ হতে ফোকাল পয়েন্ট ব্যক্তিদের সাথে সার্বক্ষনিক যোগাযোগের জন্য জেলা সদরে পুলিশ সুপার কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। এ কার্য সম্পাদনের লক্ষ্যে পুলিশ কন্ট্রোল রুম পাবনা টেলিফোন নং-০৭৩১-৬৫০৭৭ এবং মোবাইল নং ০১৭৯৪-৪৪৯১১৪ ও বেতার যন্ত্র সার্বক্ষণিক খোলা থাকবে। প্রত্যেক থানা হতে ফোকাল পয়েন্ট অফিসারের মাধ্যমে স্ব স্ব থানা এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে উল্লেখিত টেলিফোন/বেতার বার্তার মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। তিনি আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ মহোদয়ের নির্দেশনায় সম্প্রতি সময়ে ঢাকাসহ সারাদেশে জুয়া ও ক্যাসিনো বিরোধী অভিযান অব্যাহত আছে। অর্ধশতাধিক জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৬টি মামলা রুজু হয়েছে ।বিশেষ অভিযানে বিগত তিন মাসে পাবনা জেলায় ৫৭৮টি মাদক মামলা রুজু হয়েছে এবং ৭০৩ জন আসামী গ্রেফতার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণের লক্ষ্যে অভিযান অব্যাহত আছে। এছাড়া বিগত ছয় মাসে পাবনা জেলায় ডাকাতি সংঘঠিত হয়নি। এছাড়া বিগত নয় মাসে রুজুকৃত মামলার তথ্য উদঘাটনসহ মামলা নিষ্পত্তির প্রক্রিয়া চলমান।