গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলার একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব পালনে ৩২টি পূজা মন্ডপের প্রতিমা তৈরির কাজ শেষ। এখন মন্দিরে মন্দিরে সাজসজ্জা আর রং তুলির কাজ নিয়ে ব্যস্ত শিল্পীরা। পূজা উপলক্ষে চাঁচকৈড় বাজারে কেনাকাটারও ধুম পড়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব পালনের লক্ষ্যে উপজেলার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলা প্রশাসন ও পূজা উদযাপন পরিষদ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান জানান, প্রতিটি পূজামন্ডপে ৫০০ কেজি করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ ও সাধারণ সম্পাদক অসীম কুমার পাল জানান, ৮ অক্টোবর মঙ্গলবার বিজয় দশমী অনুষ্ঠিত হবে। তবে পূজা উদযাপন পরিষদ মঙ্গলবার স্থানীয় চাঁচকৈড় হাটের দিন হওয়ায় পরের দিন বুধবার প্রতিমা বিসর্জন দেয়ার দাবি জানায়। কিন্তু নিরাপত্তা বিঘিœত হওয়ার আশঙ্কায় ওসি মো. মোজাহারুল ইসলাম মঙ্গলবারেই প্রতিমা বিসর্জনের দিন ধার্য করেন।
অপরদিকে উপজেলার ছয়টি ইউনিয়নে মধ্যে এবার খুবজীপুর ইউনিয়নে শারদীয় দুর্গোৎসব হচ্ছেনা বলে জানা গেছে।#