চৌগাছায় ডেঙ্গুতে দুই সন্তানের জননীর মৃত্যু

ইয়ানূর রহমান : যশোরের চৌগাছায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই সন্তানের জননী সিমা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সিমা উপজেলার পাতিবিলা গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী। সোমবার বিকেলে তার মৃত্যু হয়েছে। তিনি যশোরের ইবনেসিনা হাসপাতাল ভর্তি ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য বিশারত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বামী বিল্লাল হোসেন জানান, তার স্ত্রী ২১ সেপ্টেম্বর ডেঙ্গু আক্রান্ত হয়ে চৌগাছা ৫০ শয্যা মডেল হাসপাতালে ভর্তি হন। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে যশোর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, সেখানে তাকে আইসিইউতে রাখা হয়। বৃহস্পতিবার আমার স্ত্রী সুস্থবোধ করলে চিকিৎস্যক তাকে কেবিনে নিতে বলেন। কেবিন না পাওয়ায় এইচডিতে রাখা হয়। শুক্রবার রাতে আবার অসুস্থ হয়। রোববার সকালে তাকে লাইফ সাপোর্ট দেয়া হয়। সোমবার দুপুর ২টায় হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে অন্য স্থানে নেয়ার পরামর্শ দেন।

দুপুরে তাকে রিলিজ দিলে আমরা তাকে বাড়িতে ফিরিয়ে আনার পথেই মৃত্যু হয়।