গুরুদাসপুরে দুটি বাল্য বিয়ে বন্ধ

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে একইদিনে ২টি বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও তমাল হোসেন। রবিবার বিকেলে ও সন্ধায় তিনি এই দুটি বাল্য বিয়ে বন্ধ করে দেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাপিলা ইউনিয়নের চাপিলা সাধুপাড়া বায়েজিদ হোসেনের বাড়িতে উপস্থিত হন। এসময় তাঁর উপস্থিতি টের পেয়ে বর যাত্রীরা পালিয়ে যান। এসময় বায়েজিদের ১৬ বছরের মেয়ে লিমা অক্তারের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচালেকা নিয়ে বায়েজিদকে ছেড়ে দেয়া হয়। অপরদিকে একই দিনে ধারাবারিষা উইনিয়নের সিধুলী গ্রামের নাজু হোসেনের মেয়ে নাজমাখাতুনের ১৬ বছর বয়সী মেয়ের বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছিল। এ সময় তিনি সেখানে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করেন এবং নাজু হোসেনের কাছ থেকে মুচালেকা নিয়ে ১৮ বছর বয়সের আগে মেয়েকে বিয়ে দিবেন না শর্তে মুচালেকা নেয়া হয়।