নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরীর কারখানার সন্ধান পেয়েছে র্যাব। শনিবার বিকেলে উপজেলার মহরকয়া খাঁ পাড়া গ্রামে এই কারখানার সন্ধান মেলে। এসময় বিপুল পরিমান ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। নাটোর র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহরকয়া খাঁ পাড়া এলাকায় অভিযান চালায় উপজেলা প্রশাসন ও র্যাবের একটি দল। অভিযানে একটি কারখানায় বিপুল পরিমান ভেজাল গুড়ের দেখা মেলে। যার পরিমান প্রায় চার হাজার দুইশ কেজি। পরে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষণ করার দায়ে কারখানা মালিক বাদশা মিয়াকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাদিয়া আফরিন তাকে তিন লাখ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতে ভেজাল গুড় তৈরী করা থেকে বিরত থাকার জন্য সতর্ক করেন। পরে জব্দ করা ভেজাল গুড় ধ্বংস করা হয়।