জেলা তথ্য অফিসের উদ্যাগে ওরিয়েন্টেশন কর্মশালা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ জেলা তথ্য অফিস এর আয়োজনে “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ” শীর্ষক প্রকল্পের জিওবি খাতের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সাথে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক এর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুছ ছাত্তার এর সঞ্চালনায় আয়োজিত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা অধ্যাপক মোঃ রফিকুর রহমান। রির্সোস পারসোন হিসাবে উপস্থিত ছিলেন- জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন। বক্তব্য রাখেন- ১নং রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ইফতেখার আহমদ বধরুল, মাধবপুর ইউপি চেয়ারম্যান পুস্পকুমার কানু, মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ, সমাজসেবক ও শিক্ষক মশাহিদ আলী, আব্দুল গফুর চৌধুরী সরকারী কলেজের প্রভাষক রাবেয়া খাতুন, সমাজসেবক ও লেখক সুজিতা সিনহা, হীড বাংলাদেশ এর প্রতিনিধি নুরে আলম সিদ্দিকীসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। ওরিয়েন্টেশন কর্মশালায় শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিকসহ ৪০ জন অংশ গ্রহণ করেন। বক্তারা নারীও শিশু নির্যাতন, বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধে বিভিন্ন পদক্ষেপ, ডেঙ্গু, পানিতে পড়ে শিশু মৃত্যু, সামাজিক সচেতনতাসহ জনগুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন।