ঈশ্বরদীতে সূর্য্যের মুখ দেখা যায়নি, মানুষ দিনভর গৃহবন্দি থাকে

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ বুধবার ভোররাত থেকে ঈশ্বরদীতে বৃষ্টি শুরু হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত টানা বৃষ্টিতে খালবিল পানিতে টইটুম্বর হয়ে যায়। ঈশ্বরদী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন জানান,সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ৩১ মিলি মিটার এবং গত ২৪ চব্বিশ ঘন্টায় ৬০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বিরতিহীন বৃষ্টিপাতের কারণে দিনভর ঈশ্বরদীতে সূর্য্যের মুখ দেখা যায়নি। ভোর রাত থেকে মুসলধারে বৃষ্টি হওয়ায় শীতল পরিবেশ সৃষ্টি হয়। আকাশে মেঘ-বৃষ্টির খেলার মধ্যে এক বারের জন্যও সূর্যের মুখ দেখা যায়নি। ফলে দিনভর গোটা ঈশ্বরদী অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকে। চলমান গরমের মধ্যে হঠাৎ করে দিনভর টানা বৃষ্টি হওয়ায় মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরিয়ে দেয়। এ সুযোগে অনেক মানুষ স্বেচ্ছায় গৃহবন্ধি হয়ে থাকে। বাড়িতে বাড়িতে রান্না করা ইলিশ আর ভুনা খিঁচুরীর গন্ধে শীতল বাতাস ভারী হয়ে ওঠে। আবার মুসলধারে বৃষ্টির কারণে সকাল থেকেই শহর ও গ্রামাঞ্চলের সকল রাস্তাঘাট ও যানবাহন জনশূণ্য হয়ে পড়ে। যাত্রীর অভাবে বিভিন্ন যানবাহন চালকরাও যানবাহন বন্ধ করে বাড়িতে যেতে বাধ্য হয়। তবে দুরপাল্লার যাত্রীবাহী বাসগুলোকে বিলম্বে ছেড়ে যেতে হয়। বাজারের বেশিরভাগ দোকানপাঠ বন্ধ থাকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে ছুটি দিয়ে দেওয়া হয়। বিভিন্ন ডেইরী ও পোল্ট্রি ফার্মসহ পশুকুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন পুকুরের মাছ ভেসে গিয়ে চাষীরা আর্থিক ক্ষতির শিকার হয়েছে।