মাদকের উপর জিরো টরারেন্স ঘোষণা করলেন পাবনার পুলিশ সুপার

স্টাফ রিপোর্টারঃ পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম বলেন, পাবনায় যেখানে মাদক সেবী বা এর সাথে সম্পৃক্তকারীদের পাওয়া যাবে সেখানেই কঠোর হস্তে দমন করা হবে। পাবনাকে মাদক মুক্ত করা হবে। তিঁনি মাদকের ব্যাপারে জিরো টরারেন্স ঘোষণা করেন। আইন প্রয়োগের পাশাপাশি সাহিত্য ও বিতর্ক ক্লাব তরুণ ও যুবসমাজের মাঝে যে সচেতনতা বৃদ্ধি করে চলছে তার প্রতিও তিঁনি সাধুবাদ জানান। সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার উদ্যোগে গতকাল সকাল ১০ টায় টেকনিক্যাল স্কুল ও কলেজ পাবনার সম্মেলন কক্ষে “ মাদকের অবাধ ব্যবহারই সামাজিক অবক্ষয়ের মূল কারণ
” শিরোনামে আন্তঃ স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম,পিপিএম। জাতীয় সংগীতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ জমিদার রহমান। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সাহিত্য ও বিতর্ক ক্লাবের সভাপতি ড. মনছুর আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা পরিষদ পাবনার প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক পারভীন আখতার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ( ক্যাব) সভাপতি এবিএম ফজলুর রহমান এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলনের সভাপতি এস এম মাহবুব আলম। বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এর গৌরব অর্জন করে বিপক্ষ দল জিসিআই স্কুল । রানার আপ হয় ইমাম গাযযালী গালর্স স্কুল এন্ড কলেজ। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন সাহিত্য ও বিতর্ক ক্লাবের সাধারণ সম্পাদক এডওয়ার্ড কলেজের সহকারী অধ্যাপক এস এম ফরিদ, ইসলামিয়া ডিগ্রী কলেজের প্রভাষক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী এবং মানবাধিকার কর্মী ও সাংবাদিক যুগ্ম সম্পাদক শফিক আল কামাল। সার্বিক সহযোগিতায় ছিলেন সাহিত্য ও বিতর্ক ক্লাবের নিবার্হী সদস্য,মোঃ কামরুজ্জামান, টেকনিক্যাল স্কুল ও কলেজের বাংলা বিভাগের ইন্সট্রাক্টর আলী আকবর রাজু, চীফ ইন্সট্রাক্টর মো. শাহ আলম, চীফ ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, জিসিআই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ওয়াজিউল হক, সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সালমা খাতুন, কবি মোমতাজ রোজ কলি ,সাংবাদিক তানভির ইসলাম অয়ন প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, অভিভাবকগণ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।