কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) ১২৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলা প্রসাসন কলমাকান্দা উপজেলা সদরের খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামে খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের দোকান থেকে ওই চাল জব্দ করার নির্দেশ দেয়।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলমাকান্দা উপজেলা সদরের খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামে খাদ্যবান্ধব কর্মসূচির এক ডিলারের দোকানে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই কর্মসূচির ১২৩ বস্তা চালের পাটের তৈরি সরকারি বস্তা পাল্টে প্লাস্টিকের বস্তায় মজুদ করা হচ্ছে। এমনই গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে এ ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন ঘটনাস্থলে গিয়ে ওই চাল জব্দ করার নির্দেশ দেয়। নির্দেশ পেয়ে পুলিশ ওই চাল জব্দ করে থানায় নিয়ে আসে। খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার শাহ্ আলমের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে চালগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে আরও অধিকতর তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।