প্রতিরক্ষা বাঁধ মেরামত না করায় জনভোগান্তি

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট এলাকার বড়চেগ দক্ষিণ গ্রামের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ দীর্ঘদিন ধরে বাধ মেরামত না করায় জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। একমাত্র ভরসা, এ রাস্তা দিয়ে দেওরাছড়া চা বাগানের লোকজনও চলাফেরা করেন। বিগত বন্যায় ধলাই নদীর প্রতিরক্ষা বাধের ভাঙ্গন মেরামত না করায় স্কুল-কলেজে মাদ্রাসার শিক্ষার্থীদের চলাচলের চরম ভোগান্তি দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামিলীগ নেতা হারুন রশীদ জানান, বছর খানেক আগে যখন অল্প ভাঙ্গা ছিল তখন আমরা আবেদন করেও কোন ফল পাইনাই,বিগত বন্যায় এই বাধটি ভেঙ্গে গেলেও এ পর্যন্ত মেরামত না করায় কয়েক হাজার মানুষ ভোগান্তিতে রয়েছে। আমি কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি। এব্যাপারে ইউপি সদস্য মাহমুদ মিয়া জানান, গত বন্যায় ভাঙ্গনকৃত বাধটি মেরামত করা হয় নাই, কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি অতিদ্রুত যেন বাধটি মেরামত করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক জানান, আমরা ঝুকিপূর্ণ বাধের তালিকা দিয়েছি, চৈত্রঘাট এলাকার ধলাই নদীর প্রতিরক্ষা বাধের ভাঙ্গনের বিষয় তালিকা দেখে অতিদ্রুত বাধটি মেরামত করার জন্য ব্যবস্থা নিচ্ছি।