মৌলভীবাজারে ইপিআই টিকাদান কর্মীর অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে ১০নং নাজিরাবাদ ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইপিআই টিকাদান কেন্দ্রের স্বাস্থ্য সহকারী সর্বানন্দ রায় এর চরম অবহেলায় মর্দনহাল গ্রামে রাহি (৩ মাস) এর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ী ইপিআই টিকাদান কেন্দ্রের স্বাস্থ্য সহকারী সর্বানন্দ রায় এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন শিশুর পিতা রাসেল-মাতা- রেজিয়া বেগমসহ স্থানীয় এলাকাবাসী। সর্বশেষ এ ঘঠনায় আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী সুত্রে জানা গেছে- গত ২৪ আগষ্ট বিসিজি, পেন্টা, ওপিভি, পিসিভি এবং আইপিভি নির্দিস্ট ডোজ দিতে শিশুকে নিয়ে তার পিতা-মাতা টিকা দান কেন্দ্রে যান। ঐ সময় শিশুটি মারান্তক অসুস্থ ছিল। শরীরে প্রচুর পরিমানে জ্বর থাকার পরও টিকাদান কেন্দ্রের স্বাস্থ্য সহকারী সর্বানন্দ রায় অসুস্থ অবস্থায় শিশুটির হাতে একাধিক ইনজেকশন দেন। রাতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৫ আগষ্ট মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে শিশুটির অবস্থার উন্নতি না হওয়ায় সিলেট নর্থ ইষ্ট মেডিকেল হাসপাতালে অভিজ্ঞ ডাঃ শফিকুর রহমান এর তত্তাবধানে চিকৎসাধীন ছিলেন। সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর সকালে শিশুটি মৃত্যুবরণ করে। এ ব্যপারে জানতে চাইলে ইপিআই টিকাদান কেন্দ্রের স্বাস্থ্য সহকারী সর্বানন্দ রায় বলেন- শুনেছি শিশুটি মারা গেছে। আমার সংশ্লিস্ট কর্তৃপক্ষ বিষয়টি অবগত রয়েছেন।