ভাঙ্গুড়া হাটগ্রাম সোনালী সৈকতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ শুভ উদ্বোধন করলেন -নাদিরা ইয়াসমিন জলি এমপি

সোহেল রানা ঃ হাটগ্রাম সোনালী সৈকতের আয়োজনে ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদ ও ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামীলীগ শাখার সৌজন্যে গতকাল বিকেলে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থেকে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য পাবনা-সিরাজগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য ও পাবনা জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি নাদিরা ইয়াসমিন জলি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সেক্টর কমান্ডারর্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১’র পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান, ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, ভাঙ্গড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, পাবনা জেলা পরিষদের নির্বাচিত সদস্য গুলশানারা লিপি, ভাঙ্গুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, হাদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৮টি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে হাজার হাজার মানুষ বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাটগ্রামের সোনালী সৈকত পাড়ে উপস্থিত ছিল। প্রতিযোগিতার বাকি অংশ আগামী বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন আশরাফুল আলম ও আলতাফ হোসেন সিফাত।