সুজানগর (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সুজানগরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা অনুযায়ী নিজ উদ্যোগে প্রায় ২ হাজার ৫ শত তালের বীজ রোপন করলেন প্রিন্সিপাল এন ইউ ইন্টারনেশনাল ইংলিশ একাডেমির প্রতিষ্ঠাতা ও শিক্ষক উজ্জ্বল হোসেন। শুক্রবার সকালে পৌর শহর থেকে শুরু করে সোমবার বিকেল পর্যন্ত সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন স্থানে তালের বীজ রোপন করেন। উজ্জ্বল হোসেন বলেন দেশের গ্লোবাল ওর্য়ামিং এর কথা চিন্তা করে আমি সিন্ধান্ত নেই আমাদের উপজেলায় বৃক্ষ রাপন করার। কিন্তু কি বীজ রোপন করব এ নিয়ে সংশয়ে ছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশনা দেন, আমাদের দেশের মানুষ কে বর্জ্যপাত সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষায় তালের বীজ রোপন করুন। এ জন্য আমি সিদ্ধান্ত নেই তালের বীজ রোপন করার। তাই আমি নিজে বিভিন্ন স্থান থেকে এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে তালের বীজ সংগ্রহ শুরু করি। তারপর নিক্সন স্যারে পরামর্শ ও সহযোগীতায় এবং আমার শিক্ষার্থীদের সাথে নিয়ে পৌর এলাকার মানিকদির ও উপজেলার রাইশিমুল, খয়রান, উলাট, দুরগাপুর, মটপাড়া, ভায়না, কাঠালবাড়িয়া, কেষ্টপুর, বেড়া উপজেলার বাধের হাট, ঢালার চর সহ বিভিন্ন সড়কের দু’ ধার দিয়ে প্রায় ৫ কিলোমিটার সড়কে ২ হাজার ৫ শত তালের বীজ রোপন করেছি। তাই আমি বলতে চাই আমদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া নির্দেশনা অনুযায়ী, নিজ উদ্যোগে প্রত্যেকের নিজ বাড়ীর আঙ্গিনায় তালের বীজ সহ বিভিন্ন বৃক্ষ রোপন করি।