মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ “বহু ভাষায় স্বাক্ষরতা, উন্নত জীবনের নিশ্চয়তা” এই প্রতিবাদ্য নিয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে আজ ৮ সেপ্টেম্বর সকালে। এ উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্য্যালয়ের সম্মুখ হতে এক র্যালী বের হয়ে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে এসে শেষ হয়। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্বা আলহাজ্ব মো: আজিজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুনুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার আলম, পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, উপানুষ্ঠানিক ব্যুরোর সহাকারী পরিচালক মোঃ আমিরুল কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা-এস,এম,আব্দুল ওয়াদুদ ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মারুফ আহমদ চৌধুরী প্রমুখ।