একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আজ রোববার। এদিন বিকেল ৫টায় শুরু হচ্ছে সংসদ অধিবেশন। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল উত্থাপন ও পাস এবং সমসাময়িক জাতীয়-আন্তর্জাতিক বিষয়ের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ২১ আগস্ট এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশন শুরুর আগে রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভা হবে। সভায় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ নির্ধারণ করা হবে। এসময় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিত থাকার কথা রয়েছে।