চাটমোহরে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টর শুরু

পাবনার চাটমোহরে শুরু হয়েছে বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসর। শুক্রবার বিকাল সাড়ে তিনটায় এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। এবারের আসরে নক-আউট ভিত্তিক টুর্ণামেন্টে ৮টি দল অংশগ্রহণ করছে।

বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন করেন, পৌর মেয়র রেজাউল করিম দুলাল।

এ সময় উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র নাজিমুদ্দিন মিয়া, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নুরে আলম মুঞ্জু, আমাদের বড়াল পত্রিকার সম্পাদক হেলালুর রহমান জুয়েল, সাংবাদিক শাহীনুর রহমান, শামিম হাসান মিলন, পবিত্র তাকুলদারসহ বিশিষ্ট ব্যক্তিগণ।

স্বাগত বক্তব্য দেবেন, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টারের দ্বিতীয় ছেলে মাইক্রোক্রেডিট রেগুলেটর অথরিটির পরিচালক নুরে আলম মেহেদী সঞ্জু।

উদ্বোধনী খেলায় চুয়াডাঙ্গা শুভ সকাল স্পোটিং ক্লাব ৩-১ গোলে ঈশ্বরদী বাঁশেরবাদা টিম এ-জার ফুটবল একাডেমিকে পরাজিত করে।

চাটমোহর খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় আছেন বীর মুক্তিযোদ্ধা রানা মাস্টার স্মৃতি সংসদ ও ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও)।

আগামী ৯ সেপ্টেম্বর দ্বিতীয় খেলায় পাবনার মামা-ভাগ্নে ফুটবল একাদশ ও নাটোরের চাচকৈড় ভোরের ডাক স্পোটিং ক্লাব মোকাবেলা করবে।