ঈশ্বরদীর মানিকনগরে ষোল’শ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যান্ন ভোজ করালেন বিশিষ্ট সমাজ সেবক বাবু

স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে মানিক নগর বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের ষোল শত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যান্ন ভোজ করানো উপলক্ষে স্মৃতি চারণ মূলক আলোচনা সভার আয়োজন করা হয়। শুক্রবার সকালে বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহাম্মদ হোসেন ভূঁইয়া। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আশরাফ আলী বাবুর সভাপতিত্বে ওসি বাহাউদ্দিন ফারুকি,ঈশ্বরদী টিভি জার্ণালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি টিএ পান্না,প্রধান শিক্ষক আনিসুর রহমান,আজীবন দাতা সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী তসলিম আরিফ তুষারসহ অন্যরা বক্তব্য দেন। এর আগে বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী আশরাফ আলী বাবুর পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন বাবলুর ৩৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ষোল শত শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যান্ন ভোজ করানো এবং দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা বিদ্যালয়ের লাইব্রেরী ও বিজ্ঞানাগার পরিদর্শণ করে ভূঁয়সী প্রশংসা করেন। দীর্ঘদিন পর ঈশ্বরদীতে এধরনের আয়োজনে অভিভাবক ও সচেতন মহলে প্রশংসার ঝড় উঠে।