‘এতদিন ব্যাট হাতে ছক্কা মেরেছি, এবার তলোয়ার দিয়ে মানুষ মারব’

শহীদ আফ্রিদি, সরফরাজ আহমেদের পর এবার কাশ্মীর ইস্যুতে মুখ খুললেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাভেদ মিঁয়াদাদ। আর মুখ খুলেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেন, এতদিন আমি ব্যাট হাতে ছক্কা মারতাম। এবার তলোয়ার হাতে মানুষ মারব।

সোশ্যাল মিডিয়ায় মিঁয়াদাদের এই হুমকির ভিডিও এখন ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, জাভেদ মিঁয়াদাদ পাকিস্তান ক্রিকেট দলের জার্সি গায়ে কাশ্মীর ইস্যুতে বিক্ষোভ দেখাচ্ছেন। তার হাতে রয়েছে একটি ধারাল তলোয়ার।

যা দেখিয়ে তিনি বলছেন, কাশ্মীরের ভাই-বোনেরা আপনারা চিন্তা করবেন না। আমরা আপনাদের পাশে আছি। আগে আমি ব্যাট হাতে ছক্কা মেরেছি। এবার এটাও (তলোয়ার দেখিয়ে) আমার হাতে রয়েছে।

এরপরই সাবেক অধিনায়ক বলেন, আগে ব্যাট দিয়ে ছয় মারতাম। এবার তলোয়ার দিয়ে মানুষও মারব। ব্যাটেও ধার ছিল, তলোয়ারেও ধার আছে।