স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ যদি কোন ব্যক্তি বিপদজনক বা বেপরোয়া কার্যের দ্বারা অথবা অবহেলা করে কোন যাত্রীর জীবন বিপন্ন করেন,তবে তিনি এক বছর পর্যন্ত কারাদন্ড অথবা জরিমানা কিন্বা উভয় প্রকার দন্ডে দন্ডিত হতে পারেন বলে সতর্কবাণী দিয়েছেন, রেলওয়ে পাকশী বিভাগের ব্যবস্থাপক আহসান উল্লাহ্ ভূঁইয়া। ট্রেনের ছাদে,ইঞ্জিনে বা বাফারে ভ্রমন অনিরাপদ ও দন্ডনীয় অপরাধের বিষয়টি যাত্রীদের সতর্ক করার লক্ষ্যে গতকাল বিকেলে ঈশ্বরদী রেলওয়ে জংসন স্টেশনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ সতর্কবাণী ঘোষণা করেন। ডিএসটিই রুবাইয়াত শরীফের সভাপতিত্বে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন,পাকশীর কমান্ডেন্ট রেজানুল হক ও ট্রেন পরিচালক কাউন্সিলের সম্পাদক আফজাল হোসেন জিন্নাহ বক্তব্য দেন। এর আগে কর্মকর্তা-কর্মচারিরা স্টেশনে র্যালি বের করেন ও লিপলেট বিতরণ করেন।