সুজানগর (পাবনা) প্রতিনিধি:
পাবনার সুজানগরে বৃহস্প্রতিবার প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম কর্মী ও সমাজ ভিত্তিক সংগঠনের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও বে-সরকারি উন্নয়ন সংস্থা সিআরপি’র হিয়ার প্রকল্পের উদ্যোগে এবং এমজেএফ ও ডিএফআইডি’র সহযোগিতায় আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সিরাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, সুজানগর প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মোহাম্মদ আলী মাস্টার। উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সিআরপি’র প্রকল্প কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক তৌফিক হাসান, মনিরুজ্জামান, জামিলুর রহমান লিটন ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান ডাব্লু। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম মাসুদুর রহমান, আব্দুল হাকিম, মোস্তফাজামাল জুম্মু, আনোয়ার হোসেন, মাহমুদুল হাসান সজীব, হাফিজুর রহমান প্রমুখ। বক্তারা প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষায় নিজ নিজ অবস্থানে থেকে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভায় গণমাধ্যম কর্মী ছাড়াও অর্ধশত প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেয়।