গুরুদাসপুর প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ১০টায় মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও রোকসানা আকতার।
সভার শুরুতেই গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাহারুল ইসলাম গত মাসে আইন শৃংখলার অগ্রগতি উপস্থাপন করেন। সভায় উপজেলার সার্বিক আইন শৃংখলা, বাল্যবিয়ে, যৌতুক, তালাক, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদসহ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে প্রয়োজনীয় প্রদক্ষেপ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় স্থানীয় দৈনিক দিবারাত্রী পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক আত্হার হোসেন অভিযোগ করে বলেন, চাঁচকৈড় শহরে বহিরাগত লাইসেন্সের মাধ্যমে অবৈধভাবে ভেজাল মদ বিক্রি চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানালে সংসদ সদস্য ও ইউএনও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। সভায় সরকারি বেসরকারি কর্মকর্তা, সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।#